Main Menu

ইতালির উপকূল থেকে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ডেইলি বিডি নিউজঃ ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে একটি জরাজীর্ণ মাছ ধরার নৌকা থেকে শনিবার বাংলাদেশিসহ ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের নার্স আলিদা সেরাচিয়েরি জানান,নৌকায় গাদাগাদি করে থাকা লোকজনের মধ্যে নারী ও শিশুরাও ছিল। খবর বিবিসির।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উত্তর ও পশ্চিম আফ্রিকার লোকজন রয়েছে। তবে তাদের সঙ্গে কতজন বাংলাদেশি রয়েছে,তা জানা যায়নি। উদ্ধার হওয়াদের মধ্যে লিবিয়ায় বন্দি হওয়া কিছু লোকও রয়েছে বলে ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ভাগ্যবদলের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে ঢুকতে লিবিয়া উপকূল থেকে রওনা দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা সমুদ্রপথে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছান। এ সময় ইতালির কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া পাঁচ শতাধিক লোকের মধ্যে অন্তত ২০ জনের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে জানান নার্স আলিদা সেরাচিয়েরি। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

সেরাচিয়েরি বলেন,তাদের শরীরে পোড়ার ক্ষত এবং আগ্নেয়াস্ত্রের ক্ষত রয়েছে। এদের মধ্যে কয়েকজন পানিশূন্যতায় চরম দুর্বল হয়ে পড়েছেন।


Related News

Comments are Closed