Main Menu

কঙ্গোতে আইএস সম্পৃক্ত জঙ্গিদের হাতে ১৯ বেসামরিক নিহত

ডেইলি বিডি নিউজঃ কঙ্গোতে ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সম্পৃক্ত উগান্ডার জঙ্গিদের হাতে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। ভারতের সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএনআই ওই প্রতিবেদনে জানিয়েছে,কঙ্গোর নর্থ কিভু প্রদেশের বুলিকি এলাকায় ১৯ জনকে হত্যা করেছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা।

কঙ্গোর সরকারি কর্মকর্তারা বলছেন,এডিএফ সদস্যরা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এছাড়া বেশ কয়েকজনকে তারা কুপিয়ে মেরে ফেলেছে।

মরদেহগুলো উদ্ধার করেছেন রেড ক্রসের কর্মীরা। জানা গেছে,জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে এডিএফ এর।
সূত্র:এএনআই,ইয়াহু নিউজ।


Related News

Comments are Closed