Wed. Mar 3rd, 2021

দিনাজপুরে শিশু শ্রম প্রতিরোধ কমিটি ও সচেতনতা মূলক সভা

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর-এর আয়োজনে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে’র শিশু শ্রম প্রতিরোধ কমিটি এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা এবং গোল টেবিল বৈঠকের ২০-২১ মার্চ দুই দিন ব্যাপীর ১ম দিনের কর্মসূচী সম্পন্ন।

সভায় কমিটির সদস্যরা বিভিন্ন
সমস্যা নিয়ে তথ্য উত্থাপন করা হয়। বিভিন্ন উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর-এর শিশু শ্রম প্রতিরোধ প্রকল্পের অফিসার শিউলী আরা বেগম।

এ কর্মশালা শিশু শ্রম বন্ধে পদক্ষেপ এবং শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিষক নিয়ে আলোচনা করা হয়েছে।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর-এর কর্মকর্তা-কর্মচারী, দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে’র শিশু শ্রম প্রতিরোধ কমিটি এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।