Main Menu

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি বিডি নিউজঃ এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউজ প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছ রোপণ করেন।

এদিকে বাংলাদেশ হাউজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ.শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed