Wed. Mar 3rd, 2021

ব্যালট বাক্স ভরছেন এসআই!

ডেইলি বিডি নিউজঃ খুলনার ডুমুরিয়া থানার এসআই নিমাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযোগ করেন ডুমুরিয়া উপজেলার ৮ নম্বর আটলিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান তসলিম। এই অভিযোগে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বদরুজ্জামান আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স ম আবদুল কাইয়ুম খোকা সদর কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে বের করে দিয়েছেন। এ কারণেও তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে স্থানীয় সাংসদ নুরুল হকের ভাতিজার বিরুদ্ধে বিএনপির প্রার্থীর এজেন্টদের করে দেওয়ার অভিযোগ উঠেছে।