Main Menu

দেশেই উৎপাদিত হবে করোনার টিকাঃ রফতানি হবে বিদেশেওঃস্বাস্থ্যমন্ত্রী

ডেইলি বিডি নিউজঃ রোনাভাইরাসের টিকা দেশেই উৎপাদন হবে এবং দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা হবে বিদেশেও। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা রোগী আর নেই। হাসপাতালের বেড এখন খালি। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না।

করোনা নিয়ন্ত্রণে আছে,নিয়ন্ত্রণে রাখতে হবে। জাহিদ মালেক বলেন,মাদক নিলে ক্রিমিনাল হয় এটা সত্য নয়। মাদকের চিকিৎসা আছে,রোগীকে সহানুভূতির সাথে দেখতে হবে। পুলিশের উদ্যোগে প্রতিটি বিভাগ ও জেলায় এমন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


Related News

Comments are Closed