Main Menu

‘হলি আর্টিজান’ নিয়ে ফারুকীর সিনেমা

ডেইলি বিডি নিউজঃ গুলশানে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফারুকী।

গুলশানের হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনা নিয়ে গড়ে উঠবে ‘হলি বেকারি’ শিরোনামের এ সিনেমার গল্প। ছবিয়ালের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘২০১৭ সালের শুরুর দিকে এ সিনেমার কাজ শুরু করব। সিনেমাটিতে দেশ-বিদেশের অনেক অভিনয়শিল্পীরা অভিনয় করবেন।’

কিছুদিন আগে ‘ডুব’ শিরোনামে ফারুকী তার নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনয় করেছেন। ‘ডুব’ সিনেমাটি ফারুকীর নির্মিতব্য তৃতীয় চলচ্চিত্র। এবার চতুর্থ সিনেমায় হাত দিতে যাচ্ছেন এই নির্মাতা।

 

 


Comments are Closed