Main Menu

৭২ ঘণ্টার মধ্যে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা

ডেইলি বিডি নিউজঃ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেতর থেকে সব ধরনের অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘সব রাজনৈতিক দলের অবৈধ ব্যানার, বিলবোর্ড সরিয়ে ফেলা হবে।  সেটা যে রাজনৈতিক দলেরই হোক না কেন।’

বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজনৈতিক দলের যেসব নেতা-কর্মী আইন ভঙ্গ করে ব্যানার বিলবোর্ড লাগাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।


Related News

Comments are Closed