Main Menu

কুমিল্লায় আদালত কক্ষে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেইলি বিডি নিউজঃ কুমিল্লার জজ আদালতে এক আসামি আরেক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম ফারুক (২৮)। আজ সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফারুক এবং হামলাকারী হাসান দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। একটি মামলায় হাজিরা দিতে মনোহরগঞ্জ থেকে তারা আদালতে এসেছিলেন বলে কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান। আদালত কক্ষে ফারুক ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে আছে বলে জানিয়েছেন ওসি।


Related News

Comments are Closed