Main Menu

কুলাউড়ায় এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ১৭ পুলিশ কোয়ারেন্টিনে

ডেইলি বিডি নিউজঃ মৌলভীবাজারের কুলাউড়া থানার এক পুলিশের করোনা শনাক্ত হওয়াতে ১৭ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

কুলাউড়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদেরকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

আক্রান্ত পুলিশ সদস্যকে পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ কুলাউড়া থানার এক পুলিশ সদস্য (২৫) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠায়। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১ দিকে সিলেট থেকে জানানো হয় পুলিশ সদস্যের করোনা টেস্ট পজিটিভ।

ওসি আরও জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে থাকা ১৭ জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয় এবং শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখেন স্বাস্থ্য বিভাগ।


Related News

Comments are Closed