Main Menu

সিকন্দর ফাউন্ডেশন এর পক্ষথেকে মোগলবাজারে ইফতার বিতরন সম্পন্ন

ডেইলি বিডি নিউজঃ আজ ১৪ মে ২০২০ ইং বৃহস্পতি বার সিলেট মোগলাবাজার সেবা ফার্মেসীর সম্মুখে সিকন্দর ফাউন্ডেশন এর আয়োজনে অসহায় ও পথ যাত্রীদের কে ইফতার বিতরণ করা হয়। সমাজকর্মী ও সিকন্দর ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য জনাব আব্দুল মোমিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিকন্দর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক তরুন সমাজসেবী জনাব ফায়েক আহমেদ শিপু, সমাজসেবী সেলিম আহমেদ, শাহাব উদ্দীন শিহাব, সুরঞ্জিত দাস, বোরহান উদ্দীন, সেলিম আহমেদ মেম্বার, মোঃ আইয়ুব আলী মেম্বার, হাজি শওকত আলী ফাউন্ডেশন এর পরিচালক মতিউর রহমান মতি, সময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্মী আলী আহমেদ রাজু, মঈন চৌঃ,ফুলন আহমেদ প্রমুখ।
“প্রেস বিজ্ঞপ্তি”


Related News

Comments are Closed