Main Menu

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ

নূরুদ্দীন রাসেল:: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ স্বেচ্ছাসেবক সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক নূর আহমদ কামাল ও সদস্য সচিব আব্দুল খালিক লাভলু
,এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।সেই সাথে শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।


Related News

Comments are Closed