Main Menu

সিলেটে করোনায় সুস্থ হলেন ২৩৩ জন

ডেইলি বিডি নিউজঃ সিলেটে থামছে না করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতি এ ভাইরাসে সিলেটে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৪০ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ২৩৩ জন করোনাভাইরাসের রোগী।

জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে ১৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে ২৩৩ জন সুস্থ হলেও করোনায় প্রাণ গেছে ৪৪ জন মানুষের।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, কেউ করোনায় আক্রান্ত হলে তিনি সুস্থ হয়ে ওঠছেন কি-না তা জানতে ১৪ দিন পুণরায় নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে ধরে নেয়া হয় তিনি করোনাভাইরাস থেকে সুস্থতার পথে রয়েছেন। দ্বিতীয় পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে ওই পরীক্ষার নুন্যতম ২৪ ঘন্টা পর তৃতীয় বার আবার নমুনা পরীক্ষা করা হয়। আর সেই ফলাফল নেগেটিভ আসলে রোগীকে সম্পূর্ণ করোনা মুক্ত ঘোষণা দেয়া হয়।

তিনি আরো জানান, কারো করোনাভাইরাস ধরা পড়ার ১৪ দিন পর নমুনা পরীক্ষায় যদি ফলাফল পজেটিভ আসে তখন থেকে আরো ১৪ দিন পর নমুনা পরীক্ষা করা হয়।


Related News

Comments are Closed