Main Menu

সিলেট আদালতের ১১ জন করোনায় আক্রান্ত, এক জনের মৃত্যু

ডেইলি বিডি নিউজঃ মরণঘাতি কোভিড-১৯ সিলেট জজ কোর্টে হানা দিয়েছে। এ পর্যন্ত সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ জন। আজ ভোরে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হলেন, সিলেট বারের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরী।

কোভিড-১৯ আক্রান্ত সিএমএম আদালতের ১১ জন স্টাফে মধ্যে রয়েছেন পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যান।

তারা সকলই হোম আইসোলেশনে আছেন। তারা সকলই এখন সুস্থ আছেন। সিএমএম আদালতের একটি সূত্র সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়- গতকাল শুক্রবার (১৯ জুন) ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষাকালে সিএমএম আদালতের ৭ স্টাফের করোনাভাইরাস ধরা পড়ে। আর বাকি ৪জন শনাক্ত হন গত দুই দিন আগে।


Related News

Comments are Closed