Main Menu

জকিগঞ্জে কাজলসার ইউ/পির কাজলসায় গাঁজা সহ যুবক আটক

ডেইলি বিডি নিউজঃ জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর আব্দুন নাসের এর নির্দেশে এসআই শাহিনুর রহমান ও এসঅাই নোটন কুমার চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স আজ সকাল ১০.৩৫ মিনিটে কাজলসার ইউ/পি কাজলসায় মৃত দীপেন্দ্র চন্দ্র শীল এর ছেলে সুবোদ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে সুবোধ বিশ্বাসের বসত ঘরের সম্মুখে তার দেহ তল্লাশি কালে ডান হাত থেকে নীল রংয়ের পলিথিনে মুড়ানো ২০০গ্রাম গাঁজা সহ থাকে আটক করা হয়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার মামলা নং-১৭, তাং-১১-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে


Related News

Comments are Closed