Main Menu

(Untitled)

ডেইলি বিডি নিউজঃ এবার করোনায় আক্রান্ত হলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সিলেটের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ মো. আবদুল কাইয়ুম।

১জুলাই থেকে ১১জুলাই টানা ডিউটি শেষে করোনা টেস্ট করলে গতকাল পজিটিভ রিপোর্ট আসে। হালকা সর্দি ছাড়া অন্য কোন উপসর্গ নাই তার শরীরে । করোনার জন্য বিশেষায়িত এই হাসপাতালে টিম ‘এ’ এর ডিউটি শেষে আক্রান্ত ডাক্তারের সংখ্যা এ নিয়ে পাঁচ জন। তিনি তার সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।


Related News

Comments are Closed