Main Menu

ওসমানী মেডিকেলের পরিচালক অসুস্থ, সিএমএইচে ভর্তি

স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমানকে অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এয়ার এম্বুলেন্সযোগে সিলেট থেকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে ডা. ইউনুছুরের বুকে ব্যথা বেড়ে যায়। তখন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন।

তার শারিরীক অবস্থা এখন অনেকটা ভাল বলে জানিয়েছেন ডা. হিমাংশু।


Related News

Comments are Closed