Main Menu

সিলেট বিএনপির কাউন্সিলের ফলাফল ঘোষণা

ডেইলি বিডি নিউজঃ সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি পদে আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আলী আহমদ নির্বাচিত হয়েছেন। তবে জেলার সাংগঠনিক সম্পাদক পদে হাসান পাঠোয়ারী রিপন ও এমরান আহমদ চৌধুরীর ভোট সমান হওয়ায় এখনও ওই পদের কোনো ফলাফল জানা যায়নি।

এছাড়া্ও মহানগর বিএনপির সভাপতি পদে নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দীকি নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, নগরীর দরগাহ গেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে রোববার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনাম আহমদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ সিলেট বিএনপির শীর্ষ নেতারা।

দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Related News

Comments are Closed