Main Menu

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি

ডেইলি বিডি নিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদফতর সূত্রে  এ তথ্য জানা যায়।

সম্প্রতি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটিতে’ উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। ফলে সেখানে যোগ দেয়ায় এবং তার আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি পেলেন কামরুজ্জামান চৌধুরী।

এ বিষয়ে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগদানের ফলে এবং কাজের চাপ বেড়ে যাওয়ায় তিনি সরে দাঁড়ান।


Related News

Comments are Closed