Main Menu

মরহুম হাজী জহুর আলী সাহেব ও গ্রামের মূর্দাগনের মাগফেরাত কামনায় মীরপুর উত্তর পাড়ায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে!

মোস্তফা হোসেন সম্রাটঃঃ ২৮ জানুয়ারী ২০২১ইং বৃহস্পতিবার, দুপুর ২ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত, মরহুম হাজী জহুর আলী সাহেবের পরিবারের উদ্যোগে, মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মীরপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব ও মীরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল মতিন সাহেবের যৌথ সভাপতিত্বে, উক্ত (২য়) ঈসালে সাওয়াব মাহফিল মাহফিলে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আশিকুর রহমান বিপ্লব সাহেব (কেজাউড়া)

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা তাজউদ্দিন আহমেদ তাজুদ সাহেব (সুনামগঞ্জী)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহ জামাল আহমেদ (সুনামগঞ্জী)

আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য ছিলেন,
হযরত মাওলানা সাইফুর রহমান রাজু সাহেব (জকিগঞ্জী)
হযরত মাওলানা সাদীকুজ্জামান সাহেব (ইমাম ও খতিব মিরপুর বড় জামে মসজিদ) হযরত মাওলানা বিলাল আহমেদ সাহেব (মিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ)
হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব (ইমাম ও খতিব টুকপাড়া জামে মসজিদ)

উক্ত মহতী মাহফিলে মরহুম জুহুরআলী সাহেবের সুযোগ্য পুত্র, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ খালেদ হোসেন মাহফিলের উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও সার্বিক সহযোগিতা কামনা করে, প্রতিবছর এই মাহফিলের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।


Related News

Comments are Closed