Main Menu

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত

ডেইলি বিডি নিউজঃ কানাডার ম্যানিটোবায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

তিনি আরও বলেন, কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


Related News

Comments are Closed