Main Menu

মাহমুদ-উস-সামাদ এমপির মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক

ডেইলি বিডি নিউজঃ সিলেট-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ-উস- সামাদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবে।

এক বিবৃতিতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবে এর সভাপতি শেখ মেঃ লুৎফুর রহমান ও সাধারণ

সম্পাদক এস এম জহুুরুল ইসলাম মরহুমের রুহের মাফগেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বাতার্য় নেতৃবৃন্দ বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী নিজের প্রজ্ঞা ও সততা দিয়ে মানুষের মন জয় করেছিলেন। করোনাকালে অসহায় মানুষদের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক খাদ্য সহায়তা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁর এ মানবিক কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়।

তার মৃত্যুতে সিলেটবাসী একজন যোগ্য নেতৃত্ব হারাল। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য,মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মারা যান। ৬৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পালকপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


Related News

Comments are Closed